WestBengalBangla

Dec 16 2023, 20:09

*সাংবাদিক সম্মেলনে কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম*


কলকাতা: কলকাতা পৌরনিগম এ এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম জানালেন,বড় বাজার পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে।

 আর্থিক ভাবে সচল হলেও এখনও কাউন্সিলরদের ভাতা বাড়ানোর হচ্ছে না। কারণ আগে পেনশনারদের পেনশন দেওয়া হবে, তার পরে কাউন্সিলর দের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র।

বাংলায় থেকে শুধু বাংলাকে বদনাম করা হচ্ছে।দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানালেন মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক করবেন। যদিও সব চেয়ে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে থাকে, তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রসঙ্গে বলেন,উনি নিজে কি করছেন, এত উদ্ধত কেন। সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন। রাজনীতি আপনি করছেন। বিরোধীরা রাজনীতি করছেন। একটা এত বড় ঘটনা আটকাতে পারলো না আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে।

কেউ যদি অন্যায় করে থাকি তাহলে আমি দায়ি, কোনো দল দায়ি হয় না। কংগ্রেস সংসদের বাড়িতে টাকা নিয়ে বলেন ফিরহাদ হাকিম।

উত্তরবঙ্গ শুভেন্দু সফরে যখন তিনি বিজেপির দায়িত্ব নিয়েছেন। তাই মানুষ তাকে নিয়ে প্রশ্ন করবেন। তিনি তো টাকা আটকানোর কথা বলে ছিলেন। তাই মানুষ তাকে ঘিরে প্রশ্ন করছে বললেন মেয়র।

WestBengalBangla

Dec 16 2023, 19:01

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন এলাকা থেকে ১৫ লক্ষ টাকার গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করল এসটিএফ

এসবি নিউজ ব্যুরো: ফের একবার সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসটিএফ। এরপর সেখানে একটি পিক অ্যাপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা।

এই ঘটনায় পিক অ্যাপ ভ্যানের চালককে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের নাম আজিজুল হক(৪৬)। সে কোচবিহারের বাসিন্দা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে ওই পিক অ্যাপ ভ্যান থেকে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া গাঁজা কোচবিহারের নিশিগঞ্জ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছ এসটিএফ ।

WestBengalBangla

Dec 16 2023, 18:46

*তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা*

" জামুরিয়ার কারখানায় গলিত লোহা ছিটকে নয়, ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, সেই ঘটনা লুকিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। '' আশঙ্কাজজনক শ্রমিকদের হাসপাতালে দেখতে এসে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কারখানা কর্তৃপক্ষ, তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগনের বিরুদ্ধে প্রশ্ন তুলে শ্রমিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের কাছে দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা পাল।

বৃহস্পতিবার রাতে জামুড়িয়ার একটি বেসরকারি স্পঞ্জ আইরন কারখানায় গলিতো লোহা পড়ে অগ্নিদগ্ধ হয় ৬ শ্রমিক। রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয়। পাপ্পু যাদব এবং প্রদীপ কুমার সাহা নামের দুই শ্রমিকের অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয়। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে।

শনিবার সেখানেই দুই শ্রমিককে দেখতে এসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন কারখানায় নিরাপত্তার গাফিলতির জেরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর শ্রমিকদের নিরাপত্তার সামগ্রী ছাড়াই এতদিন কাজ করছিল এই বিষয়টা জানতো না তৃণমূল শ্রমিক সংগঠন।

WestBengalBangla

Dec 16 2023, 18:43

*কুলদাকান্ত স্মৃতি ও তারাপদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু রায়গঞ্জে*

খেলা

এসবি নিউজ ব্যুরো: শনিবার ৯০ তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ টাউনক্লাব ময়দানে। এই টুর্নামেন্ট চলবে আগামী ২৩ শে ডিসেম্বর পর্যন্ত।

এই আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করবে রায়গঞ্জ ইলেভেন, কলকাতার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, জয়গাঁও ফুটবল ক্লাব, কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাব কলকাতা, বেঙ্গল ফুটবল একাডেমি নর্থ ২৪ পরগনা, আরটিসি ওরিয়েন্ট জুয়েলার্স, বৈদ্যবাটি ফর্টি প্লাস এফসি হুগলি।

উদ্বোধনী প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল কলকাতা ভেটারেন্স ক্লাব ভার্সেস উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব। এই খেলায় এক-শূন্য গোলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব কে পরাজিত করে কলকাতা ভেটেনান্স ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা থেকে আগত কাইসার উদ্দিন মীরের ফুটবল জাগলিং প্রদর্শনী অত্যন্ত মনমুগ্ধকর হয়ে ওঠে।

WestBengalBangla

Dec 16 2023, 18:06

মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ধর্মতলায় সমাবেশের ডাক

উত্তর ২৪ পরগনা: নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর ধর্মতলাতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে এক সমাবেশে ডাক দেওয়া হল। এই সমাবেশে ৫০ হাজার মতুয়া ভক্ত থাকবেন বলে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর ।

এদিন ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন তিনি দাবি করেন ,"আমরা ২০০৩ সালের কালা কানুনের বিরুদ্ধে । আমরা এই দেশে নাগরিক। কোন নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব নেব না ।আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে । কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপানি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিলেন । আবার অল ইন্ডিয়া মতো মহা সংঘের পক্ষ থেকে ধর্মতলা তে আগামী ২৮ ডিসেম্বর সমাবেশ করা হবে" ।

সাম্প্রতিক ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহা সংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে সেই দাবী করেছিলেন এদিন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করে বলেন, একজন মন্ত্রী কি করে এ ধরনের কথা বলেন আমার জানা নেই ।

অন্যদিকে, মমতা বালা ঠাকুরের বক্তব্যকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়ম সংঘের মহাসংঘ সভাধিপতি সুব্রত ঠাকুর বলেন, "মমতা ঠাকুর না বুঝে এই কথা বলছেন । যেহেতু আগামীতে লোকসভা নির্বাচনে তৃণমূল রাজনৈতিকভাবে ফায়দা তোলবার জন্য মমতা ঠাকুর কে দিয়ে এ সমস্ত করাচ্ছে" ।

WestBengalBangla

Dec 16 2023, 17:35

*ক্রীড়া মন্ত্রী উপস্থিতিতে শুরু হল ভলিবল প্রশিক্ষণ ও মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির*

খেলা

নিজস্ব সংবাদদাতা : নিজের হাতে বল ছুঁড়ে খেলা শুরু করলেন রাজ্যের ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন," হারিয়ে যাওয়া খেলাধুলা আবার ফিরিয়ে আনতে শহরতলীর বুকে যেখানে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার খেলাধুলার বেশি জোর দিতে চাইছেন । বিশেষ করে মহিলাদের সর্বদিক থেকে এগিয়ে যাওয়ার পরামর্শের মধ্যে খেলাধুলা চর্চা তুলে ধরতে বলেছেন।

দক্ষিণ ২৪ পরগনার ব্রহ্মপুর শিশুভারতীতে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ,১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় এবং ওয়ার্ডের পৌরমাতা অনিতাকর মজুমদার। ব্রহ্মপুর শিশুভারতীর সভাপতি সন্দীপ ঘোষ দস্তিদার বলেন ,"ব্রহ্মপুর শিশুভারতীর উদ্যোগে অনেক ঘাত প্রতিঘাতের পর ৪৩ বছরের বেশি সময় ধরে আজকে দিনটির জন্য অপেক্ষা করছিলাম।

তার জন্য সাফল্যের পালকে একটা নতুন পালক সংযোজিত হল।" শিশু ভারতীর উদ্যোক্তাদের মধ্যে ছিলেন শুভদীপ ঘোষ ও হিমাদ্রি শেখর দাস আরো অনেক সদস্যবৃন্দ আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হল দুটো মহিলা দলের ভলিবল খেলা। ওই মহিলা দলের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজে হাতে ভলিবল খেলা শুরু করলেন।

WestBengalBangla

Dec 16 2023, 17:33

গঙ্গাজল দিয়ে মনীষীদের মূর্তি শুদ্ধিকরণ করলো তৃণমূল

তমলুকঃ ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। রবিবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। তার আগেই শনিবার বিকেলে তমলুক শহর জুড়ে নিমতলা মোড় হাসপাতাল মোড় সহ একাধিক জায়গায় যে সমস্ত মনীষীদের মূর্তি রয়েছে সেই সমস্ত মনীষীদের মূর্তি গঙ্গা জল দিয়ে ধোয়ালো তমলুক শহরবাসী।

প্রথমে নিমতলা মোড়ে সতীশ সামন্ত মূর্তি এবং তমলুকের হাসপাতাল মোড়ে খুদিরাম বসুর মূর্তি সহ একাধিক মনীষীদের মূর্তি পরিষ্কার করার পর গঙ্গাজল দিয়ে ধোয়ানো হয়, উপস্থিত তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর তথা তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ একাধিক মানুষ জনেরা।

WestBengalBangla

Dec 16 2023, 17:31

*টাটা স্টিলের কলকাতা ২৫কে ২০২৩ ম্যারাথন*

খেলা

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল শুরু হচ্ছে টাটা স্টিল কলকাতা ২৫কে ২০২৩ ম্যারাথন। আজ এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ২০১৭ সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সফল হওয়া সফল অলিম্পিয়ান ম্যারাথেনার গোপী থোনাকাল, ২০২৩ সালের এশিয়ান হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক বিজয়ী সাওয়ান বারওয়াল , মহিলা এক লিডের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা তথা ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ১০ কিলোমিটার দিল্লি ম্যারাথনে প্রথম স্থান অধিকারী।

একতা রাওয়াত এবং ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উদীয়মান মহিলা অ্যাথলিট কেভাতে রেশমা।

ছবি : সঞ্জয় হাজরা (খবর কলকাতা)

WestBengalBangla

Dec 16 2023, 17:29

*চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েবসিরিজ মশাল*

বিনোদন

ভারত নেপাল বর্ডারে চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েব সিরিজ মশালের শুটিং শেষ করলেন পরিচালক সাগ্নিক চৌধুরী।সাগ্নিকের বেড়ে ওঠা উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। মাত্র ৭বছর বয়েস থেকে স্কুলে নাটক দিয়ে শুরু তার অভিনয়।আসতে আসতে বেড়ে ওঠা থিয়েটার কে কেন্দ্র করে।

গোবরডাঙ্গা নকশা থিয়েটার গ্ৰুপ দিয়ে থিয়েটার শুরু।তারপর কালিন্দী ব্রাত্য জন থিয়েটার। ব্রাত্য বসুর হাত ধরে অভিনয় শুরু হলেও পরে ফাল্গুনী চ্যাটার্জী লোক কৃষ্টি তে যোগ দেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন সিস্টেমের মতো প্রোডাকশন হাউসে। নেপোলিটান থিয়েটার ওয়ার্কশপ করেছেন হলিউড এক্ট্রেস দি খ্রীষ্টিনা ডোনাদিও সঙ্গে।

২০১২সালে শ্রীলা মজুমদারের সাথে করেন রাজ ব্যানার্জী পরিচালনায় পার ছবিতে।বর্তমানে নিজের পরিচালনা তৈরি করছেন হিন্দি ওয়েব সিরিজ মশাল । যা পুরোপুরি চাইল্ড ট্রাফিকিং এবং এডুকেশনের মাফিয়া রাজ নিয়ে।তার এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের গাধীগিরি, বাংলায় সাথীহারা, জামাই ৪২০, নাগিন খেতো অভিনেত্রী মেঘনা।

এছাড়াও অভিনয় করছেন বৃষ্টি রায়।মুখ্য ভূমিকায় সাগ্নিক।এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন মৈত্রেয়ী দাস, সোমনাথ ঘোষ প্রমুখ। ওয়েব সিরিজের আউট ডোর শুটিং হয় ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন জঙ্গলমহলে। অ্যাকশনে ভরপুর এই ওয়েব সিরিজ। নেপাল বর্ডার অঞ্চলের পটভূমিকা তৈরী এই ওয়েব সিরিজ।

WestBengalBangla

Dec 16 2023, 17:10

এবিটিএ-র উদ্যোগে মক টেস্ট শুরু

বাঁকুড়া: আগামী ২ ফেব্রুয়ারী শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি ও ভয়ভীতি দূর করতে ও পরীক্ষার্থীদের মান যাচাই করতে উদ্যোগ নিল বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। ওই সংগঠনটির উদ্যোগে জেলার ২২ টি কেন্দ্রে বিনামূল্যে মক টেস্ট শুরু হলো।

শনিবার সোনামুখী শহরের সোনামুখী নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী শাখার পরিচালনায় স্থানীয় বি জে হাইস্কুলে পরীক্ষা শুরু হয় । সংগঠনের তরফে জানানো হয়েছে, বিগত বছর গুলোর ন্যায় এবছরও বিনামূল্যে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে।

এদিন সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ১৮০ জন মাধ্যমিকের ছাত্র-ছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করে। মোট চারটি বিষয়ের মক টেস্ট হবে। আজ ইংরেজি বিষয় দিয়ে মক টেস্ট শুরু হলো বলে সংগঠন জানায়।